আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সেরযাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩) মার্চ ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। শুক্রবার (১৪ মার্চ) সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিমানটিতে ১৭২ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। 

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।   

অন্যদিকে ফেডারেল এভিয়েশন প্রশাসন বলেছে, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। বিবৃতিতে বলা হয়, অবতরণের সময় বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে বিমানটিতে ঠিক কোন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে ব্যাপারে সংস্থাটি কিছু বলেনি।     

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন