দেশজুড়ে

গভীর রাতে প্রায় ৩৭ লাখ টাকাসহ নির্বাহী প্রকৌশলী আটক

ছবি: সংগৃহীত

গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে নাটোরের সিংড়া এলাকা থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্টে টাকা ও গাড়িসহ তাকে আটক করে পুলিশ। প্রকৌশলী ছাবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেওয়া হয়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেটকার, টাকাসহ আরোহী ছাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

এরপর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান। পরে টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে প্রকৌশলী পরিচয় দেওয়া ছাবিউলকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি জানান, ছাবিউল ইসলাম দাবি করেছেন জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি গাইবান্ধা জেলায় ২০ বছর ধরে কর্মরত। এ কারণে একক প্রভাব ও ঠিকাদারদের জিম্মি করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে তিনি জড়িত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন