টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ভাবছে বাংলাদেশ-আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে আগামী নভেম্বর মাসে একটি টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা করছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আফগানিস্তান সিরিজটির আয়োজকের দায়িত্ব পালন করবে বলে জানা যায়।
শুক্রবার (১৪ মার্চ) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিসিবির একজন অফিশিয়াল ক্রিকবাজকে বলেন, ‘আমরা ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে এই সিরিজটি নিয়ে কথা বলেছি। যেটা এর আগেও স্থগিত হয়ে যায়, রমজান মাসের পর আবারও আলোচনার কথা রয়েছে। আশা করছি ৩ টি টি-টোয়েন্টি খেলা হবে। যেখানে এটাকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে চাচ্ছি।‘
সব ঠিকঠাক থাকলে অক্টোবরের শুরুর দিকেই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজটি হওয়ার কথা।
এসিবির একজন অফিশিয়াল ক্রিকবাজকে বলেন, ‘আমার মনে হয় আপনি যদি এফটিপির দিকে তাকান, তাহলে সেখানে একটা উইন্ডো (অক্টোবর ২ থেকে ১২) খালি আছে। আমরা আলাপ আলোচনা করছি তারিখ ও ভ্রমণ চূড়ান্ত করার জন্য।‘
মূলত এফটিপি বা সফরসূচির বাইরে গিয়ে সিরিজটি আয়োজন হবে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২০২৪ সালে একটি সফরসূচি স্থগিত করা হয়। এরপর আফগানিস্তান বোর্ড সাদা বলের সিরিজের প্রস্তাব করলেও তা হয়নি। ফলে সব বিবেচনা করে এবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
এমএইচ//