রাজনীতি

'নিজেদের বলার মতো কিছু না থাকায় শুধু বিএনপির বিরুদ্ধেই কথা বলে'

বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের দ্বারপ্রান্তে, তাই কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি বহুবার নির্বাচনে অংশ নিয়েছে এবং ব্যক্তিগতভাবে তিনি পাঁচ থেকে সাতটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খানসহ আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছি, কোনো নির্বাচনে আমরা প্রতিপক্ষের ওপর হামলা করিনি, এমনকি প্রতিপক্ষও আমাদের ওপর আক্রমণ করেনি। সবসময় উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়েছে।”

একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, “যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই, এমনকি জীবন সম্পর্কে পরিপক্ব অভিজ্ঞতাও নেই—তাদেরই হাতে আজ দেশ পরিচালনার দায়িত্ব। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। নিজেদের বলার মতো কিছু না থাকায় তারা শুধু বিএনপির বিরুদ্ধেই কথা বলে। বিএনপিকে জনগণের কাছে অপদস্থ করাই যেন তাদের একমাত্র কাজ।”

নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত উল্লেখ করে মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেকোনো উসকানির মুখে শান্ত থাকতে হবে। তিনি বলেন, “এই বিজয়কে যেন কেউ অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। মাত্র কয়েকটি দিন ধৈর্য ধরবেন। কোনো চক্রান্তের ফাঁদে পা দেবেন না।”

তিনি আরও বলেন, “তারা উসকানিমূলক কথা বলছে, উসকানিমূলক কাজ করছে। ষড়যন্ত্র বহু আগে থেকেই শুরু হয়েছে, এখনো চলছে। কিন্তু আপনারা শান্ত থাকবেন।”

 

ঢাকা-৮ আসনের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের ৩০০ আসনে বিএনপি নির্বাচন করছে এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে। আমার এলাকায় কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনারা যা-ই চেষ্টা করুন, জনগণ তার জবাব দেবে। আমরা পাল্টা জবাব দেব না—জনগণ ১২ তারিখে ব্যালটের মাধ্যমেই জবাব দেবে।”

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন