মসজিদ থেকে বিচারকের জুতা চুরি, গ্রেপ্তার ১

ঢাকা জজ কোর্ট জামে মসজিদে নামাজ পড়ার সময় ঢাকা স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. সুমন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর ওই চুরির ঘটনা ঘটে। পরে ওই আদালতের স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, জোহরের নামাজ শেষে বিচারক মো. রেজাউল করিম তার ১ হাজার ৮৫০ টাকা মূল্যের চামড়ার কালো জুতা খুঁজে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর এক মুসল্লি মো. সুমন নামে এক ব্যক্তিকে পলিথিনব্যাগে দুই জোড়া জুতা নিয়ে যেতে দেখেন এবং সন্দেহজনক মনে হলে তাকে মসজিদের তৃতীয় তলায় নিয়ে আসেন। সেখানে বিচারক তার জুতা শনাক্ত করলে মুসল্লিরা সুমনকে আটক করেন।
বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে এবং চুরি হওয়া জুতাসহ থানায় নিয়ে যায়।
আই/এ