এবার ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মুদি দোকানির বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই দোকানির নাম মো. ইব্রাহিম ওরফে মন্টু (৫৫)। ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত পলাতক রয়েছে। ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) রাত পৌনে দুইটার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় ওসিসিতে ভর্তি করা হয়েছে। শনিবার তার ফরেনসিক পরীক্ষার কথা হয়েছে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শিশুটির বাবা জানান, তিনি পেশায় দিনমজুর। তাদের বাসার পাশেই ইব্রাহিমের দোকান। গতকাল দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
তিনি বলেন, বিকেলে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন তারা রূপগঞ্জ থানায় যান। থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ঢামেক ওসিসি এর সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, গতরাতে রূপগঞ্জের শিশুটি ভর্তি হয়েছে। শিশুটি সুস্থ আছে। আগামীকাল শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশপাশি পুলিশ অভিযুক্তকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
আই/এ