আমাদের সমুদ্র আছে, যা ব্যবসা করতে উদ্বুদ্ধ করে : প্রধান উপদেষ্টা

আমরা যথেষ্ট ভাগ্যবান,কারণ আমাদের একটি সমুদ্র আছে। যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। বললেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্রতীরের যেকোনও স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব। কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র।
তিনি বলেন, ‘নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনও সমুদ্র নেই। আমরা ব্যবসা করতে পারলে সবার ভাগ্য বদলে যাবে।’
ড. ইউনূস লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কিনা। কেননা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রফতানি করার সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারি চিকিৎসায় সমস্যা হচ্ছে যা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। সরকারের বহু হাসপাতাল পড়ে আছে ডাক্তার নাই। খামোখা এত টাকা খরচ করে দালান তৈরি করে যন্ত্রপাতি বসায়ে এত কষ্টের মধ্যে যাওয়ার দরকার কি! আজকে যারা যারা যা যা প্রস্তাব করলেন প্রতিটি জিনিস নিজ উদ্যোগে করা সম্ভব। কক্সবাজারের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মাথার মধ্যে কিছু একটা ঢুকলে শেষ না করে উঠে না।
মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন।
আই/এ