টাঙ্গাইলে উল্টে যাওয়া ট্রাক সরাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬
টাঙ্গাইলে মহাসড়কে উল্টে যাওয়া আলুভর্তি ট্রাক সরানোর সময় অপর একটি ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় পুলিশের ওসিসহ আরও ৬ জন আহত হন। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় আন্ডারপাসের ওপর এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক রাত ২টায় দিকে মির্জাপুর বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আন্ডারপাসের ওপর উল্টে যায়।
তিনি জানান খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসির নেতৃত্বে তিন পুলিশ সদস্য ট্রাকটি মহাসড়ক থেকে সরানোর কাজ শুরু করেন। এসময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক দায়িত্বরত পুলিশ, ব্যবসায়ী ও শ্রমিকদের চাপা দেয়। এত পুলিশসহ মোট ৭জন আহত হন।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তাদের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
এসআই সিরাজুল ইসলাম বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এমএ//