খেলাধুলা

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের সোনা জয়

ছবি: সংগৃহীত

স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে নিজেদের বিভাগে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা। গতবারও এই ইভেন্টে সোনা জেতে লাল-সবুজের দল। ইতালির তুরিন শহরে চলছে শীতকালীন স্পেশাল অলিম্পিকস।

শনিবার (১৫ মার্চ) ফাইনাল ম্যাচে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল বেশ দাপট দেখিয়েই আজকের ম্যাচটি জিতেছে। একটি করে গোল করেছেন ৪ জন মেয়ে। অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন।

মূলত স্পেশাল এই অলিম্পিকস শীতকালীন দেশগুলোর জন্য আয়োজন হয়েছিল। যেখানে ১০২ টি দেশ থেকে ৩ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। আটটি ডিসিপ্লিনে খেলা হয়; আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ডান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্নোবোর্ডিং, স্নোশুজ।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন