আকাশে মেঘের আনাগোনা, সামনে আসছে ঝড়ো আবহাওয়া
গভীর নীল আকাশে মেঘের ভেলা, দিগন্তে দোলা দিচ্ছে বাতাসের গুঞ্জন। প্রকৃতির রঙ বদলাতে শুরু করেছে, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। সারাদেশে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
রোববার (১৬ মার্চ) এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সিলেট বিভাগের দু-একটি স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া সোমবার (১৭ মার্চ) ও মঙ্গলবার (১৮ মার্চ) সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে সামনের পাঁচদিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় গ্রীষ্মের দাবদাহ কিছুটা হলেও কমতে পারে বলে আশা করা যাচ্ছে।
এসি//