জাতীয়

বাংলাদেশে নির্বাচনের মান উন্নয়নে সহায়তা করবে ইইউ: মাইকেল মিলার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ডের পরিচালিত নির্বাচনকে সমর্থন করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এছাড়া আন্তর্জাতিক মানের নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে (ইসি) আর্থিক প্যাকেজের পাশাপাশি অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সাহায্য করতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  বললেন  ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব জানান।

এদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে।

মাইকেল মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে এসেছি গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশন কী প্রস্তুতি নিচ্ছে আমরা তা জানতে।  নির্বাচন কমিশন কী কাজ করছে তা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি।‘

তিনি বলেন, ইউরোপ ইউনিয়ন নির্বাচন কমিশনকে তিনটি মূল বার্তা দিয়েছে। 

প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি অন্যতম অংশীদার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে ইউরোপ ইউনিয়ন এই দেশের পাশের আছে।  

দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন এ দেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সব দিকে শক্তিশালী করতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করবে, যেনো দেশের নাগরিক তাদের আকাঙ্খা অনুযায়ী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তৃতীয় বার্তাটি হলো ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ দেশে নির্বাচন পরিচালনা করতে আর্থিক প্যাকেজের পাশাপাশি অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সাহায্য করবে ইউরোপীয় ইউনিয়ন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন