ফুটবল

ম্যাচ বয়কটের হুমকি দিলেন আনচেলত্তি

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলেছে রিয়াল মাদ্রিদ।  শেষ ষোলোর ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটের সাথে অতিরিক্ত ৩০ মিনিট, মোট ১২০ মিনিট ও টাইব্রেকারেও লড়তে হয়েছিলো দলটিকে।

সেই ম্যাচের ৭২ ঘণ্টা পার না হতেই রিয়ালকে আবার মাঠে নামতে হয়েছিলো লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে।  

যথেষ্ট বিশ্রাম না পাওয়া রিয়াল উজ্জীবিত ভিয়ারিয়ালের বিপক্ষে পারফম্যান্সে মন ভরাতে পারেনি।  ম্যাচ শেষ হতেই ক্লান্তি নিয়ে মাঠে বসে পড়তে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে- জুড বেলিংহামদের।

শনিবার ভিয়ারিয়ালের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে লা লিগার চ্যাম্পিয়নরা।  তবে ম্যাচ শেষে এমন ঠাসা সূচির প্রতিবাদ জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচটি পিছিয়ে নেওয়ার জন্য লা লিগার কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন বলে জানান তিনি। তবে লিগ কর্তৃপক্ষ তাদের কথা শুনেনি। আর তাই ভবিষ্যতে ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ থাকলে তা বয়কট করার হুমকি দিয়েছেন এই ইতালিয়ান কোচ।  

খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় ফিফাও দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিরতি রেখে সূচি করার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু চূড়ান্ত সূচি প্রণয়নের ক্ষমতা প্রতিযোগিতা কর্তৃপক্ষের হাতে। 

এ সম্পর্কিত আরও পড়ুন