৭০ বছর পর শিরোপা জিতলো নিউক্যাসল
৭০ বছর পর কোন শিরোপা জয়ের স্বাদ পেলো নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের ফাইনালে ফেবারিট লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।
রোববার রাতে ওয়েম্বলিতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ৪৫ মিনিটে ড্যান বার্নের গোলে প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। বিরতির পর ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল শুধু ব্যবধানই কমাতে পারে।
এতে ১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর আবারও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারল উত্তরপূর্ব ইংল্যান্ডের ক্লাবটি। ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। তবে সেটি জয়ের পরও তো ৫৬ বছর কেটে গিয়েছিল।