শাস্তি দিতে ছেলের পেটের উপর বসে পড়লেন মা!
মায়ের শাস্তি যেন মৃত্যু পরোয়ানা হয়ে এল ১০ বছরের শিশুর জন্য। ১৫৫ কেজি ওজনের বিশালদেহী মা কয়েক মিনিট ধরে ছেলের পেটে বসে থাকেন—শেষ পর্যন্ত সেই চাপ সইতে না পেরে প্রাণ হারায় শিশুটি। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছিল গত বছরের এপ্রিলে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায়। অভিযুক্ত নারী, ৪৮ বছরের জেনিফার লি উইলসন, সন্তানকে শাস্তি দিতে গিয়েই তার জীবন কেড়ে নেন।
গেলো ২৫ এপ্রিল, এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয় ভালপারাইসোর একটি বাড়ি। সেখান থেকে পুলিশের কাছে ফোন যায়- একটি শিশু নিথর পড়ে আছে, শ্বাস নিচ্ছে না, নড়াচড়া করছে না।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে, ১০ বছরের ডাকোটা লেভি স্টিভেন্সের ঘাড় ও বুকে গভীর আঘাতের চিহ্ন। তারা মরিয়া হয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে, দ্রুত হাসপাতালে পাঠানো হয় তাকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
চিকিৎসকেরা জানান, তার শরীরের নরম টিস্যু ক্ষতিগ্রস্ত, লিভার ও ফুসফুসে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে- এসবই তার মৃত্যুর কারণ।
ঘটনার মূল অভিযুক্ত শিশুটির মা, ৪৮ বছরের জেনিফার লি উইলসন। আদালতে দেয়া স্বীকারোক্তিতে তিনি জানান, সেদিন ডাকোটা বারবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। তাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে দু'জনেই মাটিতে পড়ে যান। এরপর নিজের ১৫৫ কেজি ওজন নিয়ে প্রায় পাঁচ মিনিট ছেলের পেটের ওপর বসে থাকেন জেনিফার।
কিন্তু দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। নড়াচড়া বন্ধ করে দিলে মা ভেবেছিলেন ছেলে হয়তো ভান করছে। কিন্তু যখন তাকে উল্টে দিলেন, দেখলেন শিশুটির চোখের পাতা ফ্যাকাশে। আতঙ্কিত হয়ে সিপিআর দেয়ার চেষ্টা করেন, পুলিশে খবর দেন। তবে এতেও রেহাই মেলেনি। আদালত জানুয়ারিতে জেনিফারের বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ডের রায় দেন।
সূত্র: ফক্স নিউজ
এসি//