নাইটক্লাবে উদ্দাম নাচের মধ্যেই আগুন, হিপহপ তারকাসহ ৫৯ জনের মৃত্যু
রোববার ভোর রাত আড়াইটা। সবকিছু যখন নিস্তব্দ, বেশিরভাগ জনগণই যখন প্রশান্তিতে ঘুমের ঘোরে, তখন নর্থ মেসিডোনিয়ার কোকানি শহরের একটি নাইটক্লাবে চলছিল কনসার্ট। রাত তিনটার দিকে মঞ্চে উঠে আসে দেশটির জনপ্রিয় হিপ-হপ ডিএনকে ব্যান্ডের সদস্যরা।
এসময় উল্লাসে ফেটে পড়েন দর্শক শ্রোতা। ডিএনকে ব্যান্ড দলের সদস্যদের সংগীত পরিবেশনের সময় চলছিল নারী-পুরুষের উদ্দাম নৃত্য। অনাবিল সুখ আর আনন্দের মধ্যেই হঠাৎ আগুনের সূত্রপাত। মঞ্চে বিশেষ ধরনের ইনডোর আতশবাজি ব্যবহৃত হচ্ছিল।
ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের ধারণা, এসব আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
সোমবার (১৭ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়,আগুনের স্ফুলিঙ্গ প্রথমেই সিলিংয়ে ছড়িয়ে পড়ে। কারণ, সিলিংটি উচ্চমাত্রার দাহ্য পদার্থের তৈরি ছিল।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন কেড়ে নেয় ডিএনকে ব্যান্ডের অন্যতম প্রধান গায়ক আন্দ্রেজ জরগিয়েস্কিসহ ৫৯ জনের প্রাণ। এ দুর্ঘটনায় আহত হন আরও দেড় শতাধিক। পোড়া-দগ্ধ চিহৃ নিয়ে আহতদের বেশিরভাগের ঠিকানা এখন হাসপাতাল।
এমআর//