আন্তর্জাতিক

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ১১৩

ছবি: এপি

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দেশটির জনপ্রিয় মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজ ওই সময় সেখানে পারফর্ম করছিলেন।

স্থানীয় অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজের বরাতে প্রতিবেদনটি আরও জানায়, গুরুতর আহত ১৫৫ জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যনুয়েল আরও জানায়, জেট সেট (Jet Set) নামক নাইটক্লাবটিতে ওই সময় কনসার্ট চলছিল। এ সময় ছাদটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে। পুলিশ ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সান্তো ডোমিঙ্গোতে ওই ছাদধসের সময় নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন। এদের মধ্যে প্রখ্যাত সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল (৫১) ও টনি ব্ল্যাঙ্কো (৪৪) ছিলেন। ছাদ ধসে তাদের দুজনই নিহত হয়েছেন।  

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। জানা গেছে, ২০২৩ সালে ওই নাইটক্লাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে নাইটক্লাবটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন