আন্তর্জাতিক

গাজা একটি ‘কিলিং ফিল্ডে’ পরিণত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

ছবি: আনাদোলু এজেন্সি

দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ‘কিলিং ফিল্ড’ বা হত্যার ক্ষেত্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ব্যাপক প্রাণহানীর ঘটনায় তিনি এ মন্তব্য করেন।  

জাতিসংঘের মহাসচিব বলেন, ইসরায়েলি হামলা এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আরোপিত অবরোধের মধ্যে গাজার বেসামরিক নাগরিকরা একটি অন্তহীন মৃত্যু লুপে আটকা পড়েছে। এটি এক মাসেরও বেশি সময় ধরে ২৩ লাখ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের প্রবেশকে বাধা দিয়েছে।

আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং সিল করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। খাদ্য থেকে চিকিৎসা সরবরাহ এবং জ্বালানি সবকিছুর প্রবেশে দেয়া হচ্ছে বাধা।

গেলো বছর অক্টোবর মাস থেকে টানা ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরমধ্যে চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু বিরতির দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান চালায় দখলদার ইসরাইলি বাহিনী।

দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে গত ১৮ মার্চ থেকে গাজায় নিহত হয়েছেন ১৪০০ এর বেশি ফিলিস্তিনি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন