যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা ৮৪ শতাংশ শুল্কারোপ চীনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৮৪ শতাংশ শুল্কহার বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে। এর জবাবে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।
বুধবার (৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে এই শুল্ক কার্যকর হবে।
ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরের পর ইউরোপীয় শেয়ারবাজারগুলো নিম্নমুখী ছিল। এবার চীনের শুল্ক ঘোষণার পর তা আরও হ্রাস পেয়েছে।
ইউকে তালিকাভুক্ত বৃহত্তম সংস্থাগুলোর এফটিএসই ১০০ সূচক আজ পর্যন্ত ৩.৩% কমেছে। এছাড়া জার্মান, ফ্রান্সের সুচকও নেমে গেছে।\
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, চীন যদি আরও পাল্টা ব্যবস্থা নেয়, তবে তার জবাবে আরও বড় ধরনের শুল্ক বসানো
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বাণিজ্য নয়, বিদেশি সাহায্য ও বিদেশে মার্কিন সামরিক উপস্থিতির মতো বিষয়গুলোও শুল্ক আলোচনার আওতায় আসতে পারে।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, দেশ দুটির মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক না হলে এর তীব্র প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারেও। কারণ যুক্তরাষ্ট্রের আমদানির ক্ষেত্রে পণ্য সরবরাহকারী দেশ হিসেবে তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন।
এমএ//