যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ নামাচ্ছে ইরান

নিজেদের সামরিক সক্ষমতা আরও এক ধাপ বাড়াতে বড়সড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এমন একটি আধুনিক যুদ্ধজাহাজ উন্মোচনের পরিকল্পনা করছে, যা তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোর চেয়েও উন্নত ও শক্তিশালী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শহীদ বাঘেরি’ নামের এই অত্যাধুনিক জাহাজটি একাধারে ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং মোবাইল নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারবে। এছাড়া এটি একসঙ্গে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ পরিবহনে সক্ষম যা ইরানের সামুদ্রিক কৌশলগত সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।
তাংসিরির দাবি, এই জাহাজটি শুধু আকার বা শক্তির দিক থেকেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও মার্কিন যুদ্ধজাহাজগুলোর তুলনায় এগিয়ে।
তিনি বলেন, ‘আমরা এমন কিছু করেছি, যা তারা (যুক্তরাষ্ট্র) এখনও করতে পারেনি। এটি শুধু ইরানের জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।’
যদিও এখনো পর্যন্ত ‘শহীদ বাঘেরি’ জাহাজটি জনসমক্ষে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়নি, তবে তেহরান জানিয়েছে, সঠিক সময় আসলে এটি প্রকাশ্যে আনা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের শক্তি প্রদর্শন একপ্রকার কৌশলগত বার্তাও বটে।
উল্লেখ্য, গেলো কয়েক বছরে ইরান তার সামরিক প্রযুক্তি ও অস্ত্রভাণ্ডার বিস্তারে অনেকটা এগিয়েছে। দেশটি নিজেদের প্রযুক্তিতেই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে।
এমএ//