প্রবাস

সৌদি আরবের বাথায় বাংলাদেশি ‘ইয়াসমিন রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন

ছবি: বায়ান্ন টিভি

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ  সৌদি আরব। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার এই দেশটিতে বসবাস করছে প্রায় ত্রিশ লাখেরও বেশি প্রবাসী  বাংলাদেশি।

২০২২ সাল থেকে সৌদি সরকার প্রবাসীদের নিজ নামে ব্যবসা করার লাইসেন্স দেওয়ার পর থেকেই সৌদি স্পনসর বা কফিল ছাড়া নিজ নামে ব্যবসা পরিচালনা করছেন হাজারো প্রবাসী বাংলাদেশি।

নিজেদের নামে গড়ে তুলেছেন সুপার মার্কেট, রেস্টুরেন্ট, ফিস মার্কেট, ক্লিনিক, হাসপাতালসহ নানা প্রতিষ্ঠান। তেমনি সম্পূর্ণ শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ইয়াসমিন রেস্টুরেন্ট

গেলো শনিবার রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথার প্রান কেন্দ্রে উমরাহ বাসস্ট্যান্ড সংলগ্ন সামচিয়া মার্কেটের নিচ তলায় ইয়াসমিন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।  

এসময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লায়ন মো.ইসমাইল হোসেন প্রবাসী বাংলাদেশিদের এই  রেস্টুরেন্টে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি বিত্তবান প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করবো আপনারা নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে প্রবাসী ভাইদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বড় বড় প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশিদের সুনাম অক্ষুন্ন থাকবে এবং সৌদিদের কাছে আমাদের মান অনেক উপরে উঠবে বলে আমি আশা করি।

ইয়াসমিন রেস্টুরেন্টে বাংলা খাবারের পাশাপাশি থাকছে এশিয়ান ও এরাবিয়ান ফুড। বাংলাদেশি প্রতিষ্ঠান হওয়ায় এখানে অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

যার ফলে প্রবাসী বাংলাদেশিদের বেকারত্ব ঘোচার পাশাপাশি বাড়বে রেমিট্যান্স প্রবাহ এমনটাই প্রত্যাশা করছেন এখানকার বাংলাদেশি কমিউনিটি

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন