বিনোদন

বচ্চন পরিবারে আসছে নতুন অতিথি? যা বললেন অভিষেক

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহিত জীবনের গল্প বলিউডে বরাবরই আলোচনার বিষয়। ২০০৭ সালে এই তারকা জুটি সাতপাকে বাঁধা পড়েন, আর তাদের ঘর আলোকিত করে কন্যা আরাধ্যার আগমন ঘটে।

সম্প্রতি ১৩ বছরে পা রেখেছে আরাধ্যা। তার জন্মের পর থেকে বচ্চন পরিবারে নতুন কোনো সদস্য আসেনি, আর এতেই ঘন ঘন গুজব শোনা গেছে এবার কি তবে পরিবারে নতুন মুখ দেখা যাবে?

এই প্রসঙ্গে একবার সরাসরি প্রশ্ন করেন অভিনেতা রিতেশ দেশমুখ, নিজের টক শো ‘কেস বনতা হ্যায়’ এ। মজার ছলে তিনি জানতে চান, অভিষেক-ঐশ্বরিয়া কি আবার নতুন অতিথির অপেক্ষায় আছেন?

এদিকে, ২০২৪ সালে বলিউডজুড়ে ছড়িয়ে পড়ে তাদের বিচ্ছেদের খবর। বিশেষ করে আম্বানি পরিবারের অনুষ্ঠানে দুজনের আলাদা আলাদা উপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

এমনকি দুবাইয়ের এক ইভেন্টে ঐশ্বরিয়া নিজের নাম থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে শুধুমাত্র ‘ঐশ্বরিয়া রাই’ নাম ব্যবহার করলে, বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। সোশ্যাল মিডিয়ায় তখন একের পর এক জল্পনাী জন্ম দেয়।

তবে সব জল্পনায় ইতি টানে আরাধ্যার স্কুল অনুষ্ঠানে একসঙ্গে ঐশ্বরিয়া ও অভিষেকের উপস্থিতি। শোনা যাচ্ছে, মেয়ের কথা ভেবেই নিজেদের মধ্যে মতানৈক্য মিটিয়ে আবার এক ছাদের নিচে আছেন তারা।

রিতেশ দেশমুখ একবার মজার ছলেই বলেন, বচ্চন পরিবারের প্রায় সবার নামই ইংরেজি '' দিয়ে শুরু- অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা। শুধু জয়া বচ্চন ও শ্বেতা ব্যতিক্রম। অভিষেক হেসে জবাব দেন, ‘মনে হচ্ছে এটাই আমাদের ট্রাডিশন হয়ে গেছে।’

রিতেশ তখন মজা করে জিজ্ঞেস করেন, ‘জয়া আন্টি কী ভুল করেছিলেন?’ অভিষেক হাসতে হাসতে বলেন, ‘হয়তো পরবর্তী প্রজন্ম এ ব্যাপারে কিছু করবে।’

তখন রিতেশ আবার কৌতূহলভরে জানতে চান—’তবে কি আরাধ্যার পর আরেকজন আসছে?’ অভিষেক একটু লাজুক হেসে বলেন, ‘বয়সটা তো দেখতে হবে!’ রিতেশ সঙ্গে সঙ্গেই যোগ করেন, ‘তোমার চেয়ে বয়সে বড়, একটু সম্মান দাও!’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন