বিনোদন

দাদাগিরি ছেড়ে এবার বিগবসে সৌরভ, কত টাকায় করলেন চুক্তি?

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন টেলিভিশনের পর্দায়। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা ছেড়ে স্টার জলসায় নতুন রূপে ফিরছে ওপার বাংলায় ‘দাদা’ খ্যাত সৌরভ গাঙ্গুলী। 

চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তিতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই সময়ে তিনি দুটি শো- একটি কুইজ অনুষ্ঠান এবং ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় অংশ নেবেন। ২০২৬ সালের জুলাই থেকে প্রতি বছর ৩৪ দিন করে এই দুটি শো-এর জন্য সময় দেবেন তিনি।

জি বাংলার জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’তে সৌরভের উপস্থিতি দর্শকদের কাছে এক আবেগের নাম ছিল। যদিও মাঝখানে মিঠুন চক্রবর্তীর সঞ্চালনায় কিছুটা সময় কেটেছিল, তবে সৌরভ আবারও সেই মঞ্চে ফিরে আসেন। 

তবে এবার তিনি নতুন চ্যানেলে নতুন রূপে দর্শকদের সামনে আসছেন।

এই চুক্তির মাধ্যমে সৌরভ গাঙ্গুলী বাংলা বিনোদন জগতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন