বিনোদন

‘বিগ বস’-এ সালমান খানের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন প্রযোজক

বলিউড সুপারস্টার সালমান খান শুধু সিনেমায় নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবেও বহু বছর ধরে দর্শকের প্রিয় মুখ। প্রতিবার নতুন সিজন এলেই ভক্তদের মনে প্রশ্ন জাগে— এবারও কি সালমান থাকছেন? আর থাকলে, তার পারিশ্রমিক কত

সম্প্রতি শুরু হয়েছে ‘বিগ বস’ সিজন ১৯। এক দশকেরও বেশি সময় ধরে শো’টির হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সালমান। এবারও সিজন শুরু হওয়ার আগেই তাঁর পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ বলছেন ১০০ কোটি, কেউ বা ১৫০ কোটি!

এই গুঞ্জনের মাঝেই বিষয়টি নিয়ে মুখ খুললেন শো’টির প্রযোজক ঋষি নেগি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি এই শো’তে সালমানের পারিশ্রমিক নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ এটি তার ও জিও হটস্টারের মধ্যে হওয়া চুক্তি। তবে তার পারিশ্রমিক নিয়ে যে গুঞ্জনই ছড়াক না কেন আমি বলব, সালমান যে পারিশ্রমিকটা পান, তা পাওয়ার সবরকম যোগ্যতা ওর আছে।”

যে কোনো রিয়েলিটি শোর সাফল্যে সঞ্চালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালমানের ক্যারিশমা, রসবোধ ও তারকাখ্যাতি ‘বিগ বস’-কে আলাদা মাত্রা দিয়েছে। প্রতিটি সিজনের আগে দর্শকদের একটাই প্রত্যাশা থাকে— সালমান খান যেন আবারও মঞ্চে ফিরে আসেন।

এবারও সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে সিজন ১৯-এর মঞ্চে ফিরেছেন বলিউডের ‘ভাইজান’।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন