নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এর সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি। কিন্তু রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে ইসি।
বিষয়টি নিয়ে ইসির সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে এনসিপির। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ-বৈঠক অনুষ্ঠিত হয়। দলের শীর্ষ নেতা সারজিস আলম শাপলা না পেলে রাজপথে নামার হুমকি, এমনকি ইসি পুনর্গঠনের হুশিয়ারিও দেন।
সবশেষ গত ৭ অক্টোবর আবারো শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নেয় নি ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশন জানায় প্রতীক হিসেবে বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে। বলা হয়েছিল, জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন।
অবশেষে আজ প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করলো ইসি।
আই/এ