দেশজুড়ে

গলায় ওড়না পেঁচানো নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্প এলাকা থেকে  ২৬ বছরের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে পাকশী রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে রুপপুর প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় লোকজন নিজেদের কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। আস্তে আস্তে আরো মানুষ জড়ো হলে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক  ২৬ বছর। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর আসলে কি হয়েছে তার প্রকৃত রহস্যটা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে তার পরিচয় শনাক্তের জন্য। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন