দেশজুড়ে

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজিবির বাধা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও আইন লঙ্ঘন করে শূন্য রেখায় বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাঁধা দিলে কাজ বন্ধ করে ওই এলাকা ত্যাগ করে বিএসএফ সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে শূন্যরেখায় ঘটনাটি ঘটে। বিজিবি পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করে পরে বিজিবিকে খবর দিলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে চলে যায় বিএসএফ সদস্যরা।

পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে

এর আগে, গত মাসের ২৮ তারিখ দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতের আধারে প্রায় ৫শ মিটার জায়গায় লোহার খুঁটি ও বেড়া নিমান করে ভারতীয় বিএসএফ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন