জাতীয়

ট্রেনে ঈদ যাত্রা

আজ পাওয়া যাবে ২৮ তারিখের টিকিট

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) পাওয়া যাবে ২৮ মার্চের টিকিট। যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

গেলো ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের জন্য টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

২৪, ২৫, ২৬ ও  ২৭ মার্চের টিকিট যথাক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ বিক্রি করা হয়েছে।২৮ মার্চের পাওয়া যাচ্ছে টিকিট আজ ১৮ মার্চ। আসছে  ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

 এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন