বাংলাদেশ

যানজট নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ নির্দেশনা, ব্যবহার করতে হবে বিকল্প রুট

ছবি: সংগৃহীত

আসছে ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ, নিউমার্কেটসহ ব্যস্ত সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের কেনাকাটা করতে আসা নগরবাসীর সুবিধার্থে যান চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত যানজট এড়াতে নির্দিষ্ট এলাকায় প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ডাইভারশন দেওয়া হবে।

যানবাহনের বিকল্প রুট ও ডাইভারশন: 

পান্থপথ নিউমার্কেট এলাকা

সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ হয়ে নিউমার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা বা মিরপুরমুখী যানবাহনগুলোকে ফার্মগেট বা শাহবাগ হয়ে যেতে হবে।

পান্থপথ থেকে সোনারগাঁও ক্রসিং

গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলো (ইউটার্ন নেওয়া গাড়িসহ) গ্রিন রোড, রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিক দিয়ে চালিত হবে। 

সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেটগামী যানবাহনগুলোকে (সিটি বাস ছাড়া) এলিফ্যান্ট রোড, কাটাবন বা পলাশী হয়ে যেতে হবে। 

নিউমার্কেট থেকে মিরপুর রোড

নিউমার্কেট ক্রসিং থেকে মিরপুর সড়কগামী যানবাহন (সিটি বাস ছাড়া) নীলক্ষেত, আজিমপুর ক্রসিং বা পিলখানা সড়কের দিকে চালিত হবে। 

রিকশার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে আলাদা রিকশা লেন তৈরি করা হবে, যেখানে একসঙ্গে অন্তত তিনটি রিকশা চলতে পারবে। রিকশাচালক ও যাত্রীদের নির্ধারিত লেনে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কেনাকাটার উদ্দেশ্য ছাড়া অন্য যানবাহন যেন এসব মার্কেট-সংলগ্ন সড়ক এড়িয়ে চলে। নগরবাসীর স্বাচ্ছন্দ্যপূর্ণ ঈদ কেনাকাটার জন্য ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন