হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ৬

হন্ডুরাসে ১৭ জন আরোহী নিয়ে উড্ডয়নের পর একটি বিমান বিধ্বস্ত হয়েছে, এতে নিহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
মঙ্গলবার (১৮ মার্চ ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দমকল বিভাগের প্রধান উইলমার গেরেরো জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে হাসপাতালে ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া লানসা এয়ারের জেটস্ট্রিম বিমানটিতে ১৭ জন আরোহীর মধ্যে তিনজন ক্রু, দুই শিশু, একজন মার্কিন নাগরিক ও একজন ফরাসি নাগরিক ছিলেন।
প্রসঙ্গত, বিমানটি রোয়াতান দ্বীপ থেকে মূলভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এসি//