যুক্তরাষ্ট্রের সম্মতিতে গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত বেড়ে ৩৪২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্য বেশিরভাগই নারী ও শিশু।
মঙ্গলবার (১৮ মার্চ) মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে এ হামলা চালানোর জন্য।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে হামলা চালিয়েছে ইসরাইল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই হামলার মাধ্যমে ইসরাইল গেলো ১৯ জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রধানমন্ত্রীর নির্দেশে গাজা উপত্যকা জুড়ে হামাসের উপর ব্যাপকভাবে আক্রমণ করছে।
এমএ//