লাইফস্টাইল

সান-ট্যান ও র‍্যাশ দূর করতে কুলিং ফেস মাস্ক

ছবি: সংগৃহীত

গরমকালে ত্বককে সুরক্ষিত রাখতে এবং ত্বকের সমস্যা যেমন সান-ট্যান ও র‍্যাশ দূর করতে কুলিং ফেস মাস্ক ব্যবহার করা যেতে পারে। এই মাস্কগুলো তৈরি করা খুবই সহজ, এবং সব উপকরণ আপনি বাড়িতেই পেয়ে যাবেন। 

শশা ও অ্যালোভেরা জেল 

শশা যেমন শরীরের জন্য উপকারী তেমনি ত্বকের জন্যেও অনেক  উপকারী। গরমে ত্বকের সজীবতা ধরে রাখতে শশার ছোট টুকরো বা রস করে সাথে অ্যালোভেরার পেস্ট বানিয়ে লাগালে ত্বক শীতল থাকে। রোদ থেকে ফিরে এই মিশ্রণ ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে পরে ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

ইয়োগার্ট ও পুদিনা পাতা 

পুদিনা পাতা ও টক দই একত্রে মিশিয়ে মুখে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক নরম-ঝকঝকে হয়ে উঠবে এবং ত্বককে ঠান্ডা রাখবে।

গোলাপ জল ও চন্দন গুঁড়ো 

গোলাপ জল এবং চন্দন গুঁড়ো একসাথে মিশিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম এবং আর্দ্র রাখে সাথে ত্বকের র‍্যাশও দূর করে।

গ্রিন টি ও মধু 

গ্রিন টি ও মধু একত্রে পেস্ট বানিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বককে শীতল রাখে। মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

 

এসকে/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন