তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ভারত সফররত মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না। তাই হতাশ হওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আগে খাদের কিনারায় ছিলো, সেখান থেকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। কিছু ভুল থাকলেও অবস্থা সন্তোষজনক।
ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে অভিযোগ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পন্য খালাসে জট খুলেছে। ২০২৬ সালে এলডিসি উত্তরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।‘
এর আগে গেলো সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড জানায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
এমএ//