যে ভাবে ২৪০ কোটি টাকার মালিক হলেন শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল ১৪ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের সেটে তার ৪১ তম জন্মদিন উদযাপন করা হয়। তিনি ২০টি ভাষায় ৩,০০০ এরও বেশি গান গেয়েছেন, যার মধ্যে ১,১৫০টি হিন্দি গান। তার ক্যারিয়ার শুরু হয়েছিল 'সারেগামাপা' রিয়েলিটি শো দিয়ে এবং 'দেবদাস' সিনেমার গান তাকে জনপ্রিয়তা এনে দেয়।
শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি টাকা, যা তার সংগীত ক্যারিয়ার থেকে এসেছে। তিনি প্রতি গান ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন, যা তাকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকা বানিয়েছে। কলকাতায় তার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং মুম্বাইয়ে একটি সুন্দর বাড়ি রয়েছে। তার গাড়ির মধ্যে BMW 5 সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট, মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস রয়েছে, যেগুলোর দাম যথাক্রমে ৭৭ লক্ষ, ৪৩ লক্ষ, ৬০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা।
শ্রেয়া অনেক পুরস্কারও জিতেছেন, এর মধ্যে ৫টি জাতীয় পুরস্কার, ৬টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ২০টি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে। শ্রেয়া ৪ বছর বয়সে গান শিখতে শুরু করেন এবং ১৬ বছর বয়সে 'সারেগামাপা' জিতে সঞ্জয় লীলা বনশালির নজর কাড়েন।
তিনি ১৯৮৪ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় পারমাণবিক শক্তি নিগমে কাজ করতেন। দীর্ঘ ১০ বছর প্রেমের পর, শ্রেয়া শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন। তাদের এক ছেলে রয়েছে, নাম দেবায়ন, যার বয়স ৩ বছর।
এসকে//