সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত হামলা চলবেই, হুঁশিয়ারি নেতানিয়াহু প্রশাসনের

গাজায় হামাসের হাতে থাকা সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মঙ্গলবার (১৮ মার্চ) সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত ড্যানন ওই পোস্টে বলেন, ‘ইসরাইলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না।‘
তিনি আরও বলেন ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরাইল থামবে না।’
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনায় অচলাবস্থার মধ্যেই গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ইসরাইলি সেনাবাহিনী বিমান হামলা চালায়। এতে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস, রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় ইসরাইল।
গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ একটি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
এমএ//