ফাহামিদুল ফিরে গেছেন ইতালিতে, যে ব্যাখ্যা দিল দল

ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালিতে ফিরে গেছেন। সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখেই সৌদি আরবে ক্যাম্প করে হাবিয়ের কাবরেরার শিষ্যরা।
মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ফাহামিদুলের স্কোয়াডে না থাকার খবরটি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।
আমের খান বলেন, ‘সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যদ্দুর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না।’
কাবরেরা ফাহামিদুলকে অনুশীলন ম্যাচ খেলিয়েছেন। সেখানে তার পজিশন ও খেলার ধরন নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ। ম্যানেজার আমের বলেন, ‘অনুশীলন ম্যাচ তাঁকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাঁকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি। আমি কোচকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক কী কারণে ভারতের স্কোয়াডে থাকছে না ফাহামিদুল? কোচ কিছু বলেনি আমাকে। শুধু বলা হয়েছে, ফাহামিদুল ঢাকা যাবে না। গতকালই সে ইতালি ফিরে গেছে।’
আজ বিমানবন্দরে নেমে কোচ হাভিয়ের বলেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তাঁর জন্য ভালোই হল। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তাঁর আরও সময় লাগবে। যে কারণে সে ইতালি ফিরে গেছে।’
ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালচোতে বর্তমানে খেলছেন ফাহামিদুল।
এমএইচ//