যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধংদেহী’ মন্তব্যের নিন্দা জানিয়ে জাতিসংঘে ইরানের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুদ্ধংদেহী বক্তব্য’র তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এই মন্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘আন্তর্জাতিক আইনবিরোধী’ আখ্যা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। মঙ্গলবার (১৮ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন এতথ্য জানিয়েছে।
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি চিঠিতে অভিযোগ করেন, ট্রাম্প ও অন্যান্য উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা ‘অবৈধভাবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড ও ইয়েমেনে যুদ্ধাপরাধের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’
এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, পরমাণু ইস্যুতে তেহরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, ‘কেউ বোকা হবেন না। ইয়েমেনের ‘দাঙ্গাবাজ ও গুন্ডাদের’ শত শত হামলা ইরান থেকে হয়েছে। আর হুথিরা ইরানেরই তৈরি। ইয়েমেনি জনগণ তাদের ঘৃণা করেন।’
ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘হুতিদের যেকোনো হামলা বা প্রতিশোধ শক্ত হাতে মোকাবিলা করা হবে। আর তা থামার কোনো নিশ্চয়তা নেই।’
এমএ//