আবহাওয়া

দমকা হাওয়ার সুরে বজ্র ও শিলাবৃষ্টির আভাস

মৌসুমের আকাশে মেঘের নৃত্য, বাতাসের মধ্যে গুঞ্জন—অবশেষে মেঘের অভ্যর্থনায় আসছে বৃষ্টি। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবং তার বিস্তৃত প্রভাব দেশে এনে দিয়েছে এক বিশেষ পরিবেশ। যদিও আজ আকাশ কিছুটা শুষ্ক, কিন্তু কাল থেকে বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা ঘুরে দাঁড়াবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সঙ্গীত বাজতে পারে, আর সেই সুরেই আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন দেশে বিরাজ থাকবে এ আবহাওয়া। 

বুধবার (১৯ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

পূর্বাভাস অনুযায়ী, আজ (১৯ মার্চ) সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তবে বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২১ মার্চ) পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিকেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং শেষের দিকে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন