জাতীয়

ঈদে নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে বাসা-বাড়ি , বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নাগরবাসীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়:

১. বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমা ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তারক্ষীদের দায়িত্ব আরও জোরদার করতে হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কর্মকর্তাদের ছুটি প্রদান করার ক্ষেত্রে সকলকে একত্রে ছুটী না দিয়ে কিছু অংশকে দায়িত্বে রেখে সার্বিক তদারকি নিশ্চিত করা যেতে পারে।

২. বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। দরজা-জানালার অবস্থা দুর্বল হলে মেরামত করে সুরক্ষিত করতে হবে।

৩. পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং এগুলো সচল রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।

৪. বাসার মূল দরজায় অটোমেটিক লক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করার পরামর্শ দেওয়া যেতে পারে।

৫. রাতের সময় বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখতে হবে।

৬. টাকা, মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিলপত্র নিরাপদ স্থানে রাখুন অথবা নিকট আত্মীয়ের কাছে হেফাজতে দিন। প্রয়োজনে ব্যাংক লকার ব্যবহার করুন।

৭. বাসাবাড়ি ত্যাগের পূর্বে যেসকল প্রতিবেশী ঢাকায় অবস্থান করবে তাদের বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করতে পারেন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।

৮. ভাড়াটিয়ারা বাসা ছেড়ে যাওয়ার পূর্বে মালিককে অবশ্যই অবহিত করতে হবে।

৯. অনুমতি ছাড়া যেন কেউ বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে, এ বিষয়ে নিরাপত্তারক্ষীদের সতর্ক করে সুনির্দিষ্ট নির্দেশনা দিন।

১০. বিদ্যুৎ, পানির ট্যাপ ও গ্যাস লাইনের সুইচ বন্ধ করা হয়েছে কিনা, তা বাসা-বাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের আগে নিশ্চিত করতে হবে।

১১. গাড়ি রাখার গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

১২. জানালা বা দরজার পাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছেঁটে ফেলতে হবে, যাতে অপরাধীরা এগুলো ব্যবহার করে প্রবেশ করতে না পারে।

১৩. সন্দেহজনক কাউকে মহল্লা বা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি বা থানায় বিষয়টি জানাতে হবে।

১৪. ঈদ উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা থাকলে তা দ্রুত পুলিশ ফাঁড়ি বা থানাকে জানাতে হবে।

জরুরী প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য যোগাযোগের নম্বরসমূহ:

 

ডিএমপি কন্ট্রোল রুমের নম্বর: ০১৩২০-০৩৭৮৪৫; ০১৩২০-০৩৭৮৪৬; ২২৩৩৮১১৮৮; ০২৪৭১১৯৯৮৮; ০২৯৬১৯৯৯৯।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন