লাল-সবুজের ২৪ জন সেনানী নিয়ে ভারত গেলো বাংলাদেশ দল

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ২৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এই দল ঘোষণা করা হয়, যেখানে সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী স্বাভাবিকভাবেই আছেন।
সৌদি আরবে ১২ দিনের ক্যাম্পের জন্য ৩০ জন ফুটবলার অংশ নেন। ক্যাম্পে চোটে পড়েন মিডফিল্ডার পাপন সিংহ ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। এরপর স্কোয়াড তৈরি হয় ২৮ জনে।
এরপর সেই দল থেকে ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, আরিফ হোসেন ও তাজ উদ্দিন বাদ পড়েছেন। এরমধ্যে ফাহামিদুলের বাদ পড়ার খবর জানা যায় আগেই। পুরো দল যখন বাংলাদেশে ফেরে, তখন দলের সঙ্গে ছিলেন না এই ফরোয়ার্ড। যা নিয়ে অনেক আলোচনা আর সমালোচনা হয়ে গেছে।
বাংলাদেশ দলে ৩ জন গোলরক্ষক, ৭ জন রক্ষণভাগ, ৫ জন আক্রমণভাগের খেলোয়াড় আছেন। মাঝমাঠে আছেন ৯ জন খেলোয়াড়।
আজ সকালে বাংলাদেশ দল ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আগামী মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।
ভারত ম্যাচের বাংলাদেশ দল
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।
এমএইচ//