খেলাধুলা

নিরাপদে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

ছবি: বাফুফে

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।

বাংলাদেশ সময় সকাল ৯ টার ফ্লাইটে ঢাকা ছাড়ে ২৪ জন ফুটবলার ও কোচ-ম্যানেজমেন্টরা। দলটি কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতি নেয়। এরপর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪ টায় শিলং বিমানবন্দরে পৌঁছায় তারা। সেখান থেকে পুরো দল রওনা হয়েছেন টিম হোটেলের উদ্দেশ্যে।

হামজা চৌধুরীকে দলে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ। সেই ক্যাম্প থেকে ফাহামিদুল ইসলামসহ একাধিক ফুটবলার বাদ পড়ার পর এই ২৪ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হয়।

 

ভারত ম্যাচের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন