রাজধানীতে ধস্তাধস্তির মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানী ঢাকার গুলশান এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন্। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এ গুলির ঘটনা ঘটে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সুমন মিয়া ওরফে টেলি সুমন (৩৩)। বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে। ইন্টারনেট ব্যবসার পাশাপাশি স্থানীয় অপরাধচক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ গণমাধ্যমকে জানান, যতটুক প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান। তারপরও তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুলশান থানার এই কর্মকর্তা আরও বলেন,পুলিশ প্লাজার উত্তরে সড়কের পাশ থেকে গুরুতর অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও বুকের বাঁ পাশে গুলির ক্ষত রয়েছে বলেও তিনি জানান।
সুমনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা রয়েছে জানিয়ে গুলশান থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে হলেও তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় বসবাস করতেন। ইন্টারনেট ব্যবসায়ী সুমন ব্যবসা করতেন মহাখালী টিবিগেইট এলাকায়। সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে তার।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন গণমাধ্যমকে বলেছেন, নিহত সুমনকে অনেকেই ‘টেলি সুমন’ নামে ডাকেন। প্রাথামিকভাবে পুলিশের ধারণা, অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে।
এমআর//