নতুন করে স্বপ্ন বুনছে বাংলাদেশের ফুটবল

এই সপ্তাহের শুরুতে বাংলাদেশ ফুটবলে নতুন উন্মাদনা দেখা দেয়। ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী ব্যাগ-প্যাক গুছিয়ে বাংলাদেশে আসেন। লাল-সবুজের জার্সি পরে খেলবেন বলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিমানবন্দরে এসে যখন তিনি নামলেন, দর্শক-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়ে- একটি সেলফি, হামজার একটু ছোঁয়া- কিছুটা নজর করে দেখতে পাওয়াতে প্রাপ্তি খুঁজতে থাকেন ফুটবলপ্রেমীরা।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে পুরো দল একটি অনুশীলন ক্যাম্প করে। যে দলের অংশ ছিলেন ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। ক্যাম্প শেষ করে দল দেশে ফিরলে, ফাহামিদুলকে দেখা যায় না। কোচ হাভিয়ের কাবরেরা জানালেন, ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে। আর তাতেই দেশের ফুটবলভক্তরা যেন ফুঁসে উঠলো। তারা ফাহামিদুলকে দলে নিতে দাবি জানাতে থাকেন। যদিও শেষপর্যন্ত কোচ নিজের সিদ্ধান্তেই স্থির থেকেছেন।
দেশের ফুটবলে এমন উচ্ছ্বাস, উন্মাদনা আর আগ্রহ বেশ অপরিচিত। ফুটবলপ্রেমীরা বিভিন্ন সমর্থকগোষ্ঠী পরিচয়ে খোঁজখবর রাখলেও, এবার পুরো দেশ হয়ে ফুটবলের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠলো।
বাংলাদেশ দল এখন ভারতের শিলংয়ে অবস্থান করছে। শুক্রবার বাফুফের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, জুমার নামাজ শেষে হাসিমুখে বাংলাদেশের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছেন। যেখানে সবার মাঝখানে হামজাকে চোখে পড়ে, হামজা যেন পুরো দলের মধ্যমণি।
নতুন আশায় স্বপ্ন বুনছেন এদেশের ফুটবল সমর্থকরা। বাংলাদেশের ফুটবলে আছে গৌরবের ইতিহাস। সেই ইতিহাসকে স্মরণ করে হামজা-জামালরা বর্তমানটা সাজিয়ে নিতে চাইবেন, এটাই প্রত্যাশা কোটি মানুষের।
এমএইচ//