বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী
প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে দেশে এসেছেন হামজা চৌধুরী।
আজ সোমবার (১৭ মার্চ) সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা পৌনে ১২টায় পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে হামজার যাওয়ার কথা রয়েছে নিজ বাড়ি হবিগঞ্জে।
আগামী ২৫ মার্চ এএফএসি বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। সব কিছু ঠিক থাকলে সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের।