লাইফস্টাইল

মেনোপজ হলে বাড়তে পারে অ্যালঝেইমারের ঝুঁকি

ছবি: সংগৃহীত

মেনোপজ নারীদের জীবনে একটি প্রাকৃতিক পর্যায়, যা সাধারণত ৪৪-৫৬ বছর বয়সের মধ্যে ঘটে। কিন্তু কিছু নারীর ক্ষেত্রে এটি তাদের নির্ধারিত বয়সের পূর্বেই শুরু হয়, যা আগেভাগে মেনোপজ নামে পরিচিত।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা সময়ের আগে মেনোপজে পৌঁছান, তাদের মধ্যে অ্যালঝেইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে কেন এমনটি হয়? 

যদি মেনোপজের সময় হয় আগেভাগে, তবে এস্ট্রোজেনের ঘাটতি আরও তীব্র হয় এবং মস্তিষ্কের কার্যক্রমে বেশি প্রভাব ফেলে। এতে নারীদের অ্যালঝেইমার বা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

সম্প্রতি একটি গবেষণায়, রাশ ইউনিভার্সিটি মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্টরে অংশ নেওয়া ২৬৮ জন নারীর তথ্য বিশ্লেষণ করা হয়। যাদের মধ্যে আগেই মেনোপজ ঘটে, তাদের মস্তিষ্কে সিন্যাপটিক দুর্বলতা বেশি পরিলক্ষিত হয়। এর মানে হলো তাদের মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ ক্ষমতা কমে যায়, যা স্মৃতিশক্তির হ্রাসে প্রভাব ফেলে।

এছাড়া, এ গবেষণায় একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। যেসব নারী মেনোপজ চলাকালীন হরমোন থেরাপি নিয়েছেন, তাদের মস্তিষ্কে সিন্যাপটিক দুর্বলতা তুলনামূলকভাবে কম ছিল। এটি প্রমাণ করে যে, হরমোন থেরাপি মস্তিষ্কের সুস্থতা রক্ষা করতে সহায়তা করতে পারে যদিও এই বিষয়ে গভীর গবেষণার প্রয়োজন।

এই গবেষণাটি স্পষ্টভাবে দেখিয়েছে যে, সময়ের আগেই মেনোপজ হওয়া নারীদের মস্তিষ্কে এস্ট্রোজেনের ঘাটতি এবং সিন্যাপটিক দুর্বলতা বাড়ে, যা অ্যালঝেইমার এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে। নারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যাতে তারা মেনোপজ পরবর্তী সময় এবং মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন