আন্তর্জাতিক

ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব ইরানের

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে খসড়া প্রস্তাব উত্থাপন করায় যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়,পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফোরুজান্দে ভাদিয়াতি জার্মান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের তলব করেন।

ভাদিয়াতি রাষ্ট্রদূতদের বলেন, তাদের সরকারগুলো দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলকতৎপরতা চালিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জার্মান রাষ্ট্রদূতকে বলেন, ইরানকে চাপে রাখার জন্য জার্মানি মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

অন্যদিকে, ইরানি জনগণ  তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপের কথা এখনও  ভোলেনি বলে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে অবহিত করেন।

প্রসঙ্গত, ইরানের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির ম্যান্ডেট নবায়ন করার উদ্দেশ্যে ইউএনএইচআরসির ৫৮তম অধিবেশনে ইরানের বিরুদ্ধে ওই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন