বিএনপি

৭১ ও ২৪ কে এক কাতারে আনা সমুচিত নয় : বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না।

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা স্পেসিফিকেশনসে উল্লেখ করা হয়নি। এটি করা উচিত ছিলোসংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনর্লিখনের মতো।

সালাহুদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবনায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার সুযোগ আছে। সেটার আলোকে আলোচনা করে করা যাবে।

তিনি আরও বলেন, এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার সুযোগ আছে। সেটার আলোকে আলোচনা করে করা যাবে। বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থায় সংবিধানের যে প্রস্তাবনা ছিল, সেটির পক্ষে

সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে এ বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা করে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র রাখার যৌক্তিকতা নেই। দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে। তাই সংবিধান সংশোধন দরকার বলেও জানান তিনি। তবে, গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। তবে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে তারা একমত

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন