দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ধর্ষণের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

জেলা বিচারিক হাকিম-২ আদালতের বিচারক কিশোর দত্ত আসামি জাকির হোসেনকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী।

আসামি জাকির হোসেন উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে ভৈরব থানার ওসি বলেন, জাকির হোসেনের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক চলে আসছিল। বিয়ের চাপ দিলে একপর্যায়ে তিনি অস্বীকার করেন। কিছুদিন আগে ঐ নারী কীটনাশক পানে আত্মহত্যা করার চেষ্টাও করেন। এমন ঘটনায় ঐ নারী তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার পর শনিবার (২২ মার্চ) রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন