আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত, মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার

দখলদার ইসরায়েলি বাহিনী হাসপাতালে হামলা চালিয়ে গাজা উপত্যকার নতুন দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করেছ।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। রোববার (২৩ মার্চ) উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই আল-মাওয়াসিতে ইসরাইলি বাহিনী একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইলকে হত্যা করেছে। খবর আল জাজিরার।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) সকালে এক হামাস কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানান।

স্থানীয়দের দাবি, ওই বিমান হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন। তবে এ নিয়ে তাৎক্ষনিকভাবে ইসরাইলি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

রোববার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে। যাদের মধ্যে ১৭ হাজারের বেশি শিশু।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে খান ইউনিসে একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় নিহত চারজন, এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হয়েছেন।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন