রামপুরায় সিএনজি ও অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর রামপুরার পলাশবাগের একটি সিএনজি এবং অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরপর সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনের খবর পেয়ে পাঁচটা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে
তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং এতে হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। সকাল ছয়টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জেএইচ