জাতীয়

চব্বিশের অভ্যুত্থান হয়েছিলো একাত্তরের স্বাধীনতা রক্ষার জন্য: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একাত্তরে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তা সুরক্ষার জন্যই চব্বিশের অভ্যুত্থান ঘটেছে। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

এ বছর বাঙালি জাতি ৫৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, যখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনটির সূচনা হয়। 

এছাড়া প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা পরিষদের সদস্যরাও ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান। 

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘১৯৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সেই স্বাধীনতার মূল চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই, একাত্তরের চেতনাকে রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান প্রয়োজন হয়েছিল।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন